উপকূলীয় এলাকায় ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৩ আগস্ট) সকালে এই সতর্কবার্তা জারি করে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ ঘূর্ণায়িত হয়ে শক্তিশালী ঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, “উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সকাল ৬টায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও বলেন, “লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।”
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের সূত্র অনুযায়ী, লঘুচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের দিকে গড়ালে সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। তাই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা, জেলেসম্প্রদায় এবং নৌযান সংশ্লিষ্টদের সর্বশেষ আবহাওয়া বার্তার প্রতি নজর রাখার আহ্বান জানানো হয়েছে।