আসন্ন জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশের ভোটকেন্দ্রে সাড়ে ৬ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার দুপুরে গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে আয়োজিত এক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
মহাপরিচালক বলেন, “ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যদের দক্ষভাবে প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে নতুন করে ১ লাখ ৮০ হাজার সদস্যকে নির্বাচনকেন্দ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, নির্বাচনের দিন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রের সঙ্গে বাহিনীর নিয়ন্ত্রণকেন্দ্রের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। কোথাও নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আনসার বাহিনীকে পেশাদার ও কর্মদক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের মান ও কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে বলেও জানান মহাপরিচালক। “শুধু যোগ্য এবং প্রশিক্ষণে উত্তীর্ণ সদস্যরাই বাহিনীতে কার্যকর দায়িত্ব পালন করবেন,”— বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনসার বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম এবং আনসার একাডেমির কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে আনসার, এপিসি এবং পিসি পদমর্যাদার মোট ১ হাজার ১৬০ জন সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে ১ হাজার ১৩৬ জন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন, তবে ২৪ জন অকৃতকার্য হন।
প্রশিক্ষণকালে মৌলিক শারীরিক শিক্ষা, অস্ত্র ও সাধারণ ড্রিল, মানসিক ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা, দায়িত্ব ও শৃঙ্খলার গুরুত্ব, সামাজিক সচেতনতা, মাদকবিরোধী কার্যক্রম, নারী ও শিশুর সুরক্ষা, জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়।
আনসার বাহিনী নির্বাচনকেন্দ্রিক সহিংসতা মোকাবিলায় যে কোনো চ্যালেঞ্জে প্রস্তুত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।