ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে আধুনিক বিশ্রামাগার ও গণশৌচাগার চালু: জনসেবায় নতুন দিগন্ত।
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে সেবা গ্রহণে আগত জনগণের সুবিধা বাড়াতে নবনির্মিত আধুনিক বিশ্রামাগার ও গণশৌচাগার আজ বুধবার উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা নতুন এই জনবান্ধব সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পথিক কুমার সাহা বলেন, “প্রতিদিন রেজিস্ট্রি অফিসে বহু মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। তাদের জন্য আরামদায়ক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নতুন এই অবকাঠামো সেবাগ্রহীতাদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি ও মানোন্নয়ন বয়ে আনবে।”
নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে নেতৃত্ব দেন সদর সাব-রেজিস্ট্রার মো. জাহিদ হাসান। তাঁর পরিকল্পনা, আন্তরিকতা ও পর্যবেক্ষণেই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
উদ্বোধন অনুষ্ঠানে জেলার সকল সাব-রেজিস্ট্রার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সক্রিয় ভূমিকা রাখেন অফিসের দলিল লিখক ও সংশ্লিষ্ট কর্মীরা।
নতুন বিশ্রামাগার ও গণশৌচাগার চালুর ফলে সাধারণ মানুষের জন্য রেজিস্ট্রি অফিসে সেবা গ্রহণ আরও সহজ, আরামদায়ক ও মানবিক হবে; এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অতিথিরা।