ঢাকা | বঙ্গাব্দ

দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছে আড়াই লাখ শিশু

৫০ লাখ শিশু কিডনি রোগে ভুগছে। এর মধ্যে ৫ শতাংশ অর্থাৎ আড়াই লাখ ক্রনিক কিডনি রোগে ভুগছে। দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের রোগীদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশ শিশু কিডনির সমস্যা নিয়ে আসে। শিশুর কিডনি বিকল রোগে পেরিটোনিয়াল ডায়ালাইসিস (রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণের একটি পদ্ধতি) প্রশিক্ষণে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1060 জন
দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছে আড়াই লাখ শিশু ছবির ক্যাপশন: kedney

৫০ লাখ শিশু কিডনি রোগে ভুগছে। এর মধ্যে ৫ শতাংশ অর্থাৎ আড়াই লাখ ক্রনিক কিডনি রোগে ভুগছে। দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগের রোগীদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশ শিশু কিডনির সমস্যা নিয়ে আসে। শিশুর কিডনি বিকল রোগে পেরিটোনিয়াল ডায়ালাইসিস (রক্ত থেকে বর্জ্য পদার্থ অপসারণের একটি পদ্ধতি) প্রশিক্ষণে এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে শনিবার শুরু হয় সম্মেলনটি। দেশি-বিদেশি প্রশিক্ষকদের মাধ্যমে চিকিৎসক, নার্সদের অংশগ্রহণে পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিয়ে ১০টি সেশনের মাধ্যমে রোববার সম্মেলন শেষ হয়।

সম্মেলনে বক্তারা বলেন, নজরদারি না থাকায় কিডনি রোগীর সংখ্যার সঠিক পরিসংখ্যান নেই। তবে কিডনিজনিত সমস্যায় প্রায় ২ কোটি রোগী থাকতে পারে, যাদের মধ্যে ৫০ লাখ শিশু। জন্মগত সমস্যা, ডায়রিয়ার পরে একিউট কিডনি ফেউলুর এবং নেফ্রাইটিসের প্রদাহ শিশুদের কিডনি রোগের প্রধান কারণ। ডায়রিয়ার কারণে শিশুর কিডনি বিকল হওয়ার শঙ্কা প্রাপ্ত বয়স্কদের তুলনায় ২৯ শতাংশ বেশি।

ডা. এম আর খান শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএইচ) আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক আইপিএনএ সমর্থিত পেডিয়াট্রিক একেআই (অ্যাকিউট কিডনি ইনজুরি) ও সিকেডি (ক্রনিক কিডিনি ডিজিজ) পেরিটোনিয়াল ডায়ালাইসিস: পিডিকেআইডিএস-২০২৪’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন দেশি-বিদেশি ২০০-এর বেশি চিকিৎসক ও নার্স।


নিউজটি পোস্ট করেছেনঃ Aninda Bangla

কমেন্ট বক্স
notebook

দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভুগছে আড়াই লাখ শিশু