Logo

আক্রান্ত ৫০ হাজার অতিক্রম করল রেড-ইয়েলো-গ্রিন জোনে ভাগ হচ্ছে সারাদেশ

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, জুন ২, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: বাড়তে বাড়তে ৫০ হাজারের উপরে পৌঁছে গেল করোনাভাইসে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে মৃত্যু মিছিলও ক্রমশ দীর্ঘ হচ্ছে। পরিস্থিতি মোকাবিলা আক্রান্তের সংখ্যার ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকাকে রেড, গ্রিন, ইয়েলো জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত ২৪ ঘণ্টায় দেশে আরও গাজীপুরে ৯৩ লক্ষ্মীপুরে ২২ জন ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ ৬৩ জনের করোনা শনাক্ত করোনার সংক্রমণ ৩৩ জেলায় ৯৫% নাটোরে প্রথমবারের মতো কোনো শিশুর করোনা শনাক্ত বগুড়ায় চিকিৎসকসহ ৩৫ জনের করোনা শনাক্ত

লকডাউন প্রত্যাহারের ফলে সচল দেশের জনজীবন। সামাজিক বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার ক্ষেত্রে কিছু মানুষের বেপরোয়া মনোভাবে সেদেশের করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে অভিযোগ। উদ্ভূত পরিস্থিতিতে আক্রান্তের সংখ্যার ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকাকে তিনটি জোনে ভাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব জোনের নাম হবে ‘রেড জোন’, ‘ইয়েলো জোন’ ও ‘গ্রিন জোন’। সূত্রের খবর, যে সমস্ত এলাকায় আক্রান্তের হার সর্বাধিক সেগুলিকে রেড জোন হিসেবে ঘোষণা করা হবে। এদিন সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে উচ্চ পর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত হয়। কিভাবে জোন চিহ্নিত করা হবে বা কোন জোনের ক্ষেত্রে কী ধরনের নিয়ম কার্যকর হবে, সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।