অনিন্দ্যবাংলা ডেস্ক : মহামারী যেন পিছু ছাড়ছে না চীনের। এবার দেশটির একটি শহরে বিউবোনিক প্লেগ দেখা দেওয়ায় তৃতীয় মাত্রার সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসি বাংলা জানায়, চীন কর্তৃপক্ষ বায়ানুর শহরে বিউবোনিক প্লেগের একজন রোগী পেয়েছে।
ওই রোগী এখন কোয়ারেন্টাইনে আছেন এবং স্থিতিশীল অবস্থায় আছেন।
জানা গেছে, এই প্লেগটি ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকে ছড়ায়। এটা প্রাণঘাতী হতে পারে। কিন্তু এই রোগ থেকে সেরে উঠতে এন্টিবায়োটিক ব্যবহৃত হয়।
শনিবার বায়ানুর শহরে এই রোগী পাওয়া যায়। এটা এখনো নিশ্চিত নয় যে ঠিক কেন ও কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন।
গত বছরের মে মাসে মঙ্গোলিয়ায় দুজন মানুষ মারা যান এই প্লেগে।
এর আগে এই রোগ মাদাগাস্কারে ছড়িয়ে পড়ে। ২০১৭ সালে ৩০০ এর মতো রোগী পাওয়া যায় মাদাগাস্কারে।
বর্তমানে যে মহামারীর কারণে গোটা বিশ্ব নাকাল, সেই করোনাভাইরাস গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে।
চীন এই ভাইরাসের ভয়াবহতার তথ্য আড়াল করেছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে।
মতামত লিখুন :