Logo

ইইউ’র নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
  • শেয়ার করুন

ইসরাইলে হামলার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের যে ঘোষণা দিয়েছে তাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাইয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

হোসেইন আমিরাবদুল্লাইয়ান আরও বলেন, ‘এটাও দুঃখজনক যে, ইসরাইল যখন বিভিন্ন যুদ্ধাপরাধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, তখন এই ধরনের অপরাধের প্রতি ইইউ-এর প্রতিক্রিয়া ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়।’

বিবৃতিতে ইরানের পরিবর্তে বরং ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।