Logo

ঈশ্বরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

অনিন্দ্য বাংলা
শনিবার, এপ্রিল ৬, ২০২৪
  • শেয়ার করুন

বারী সুমন, ঈশ্বরগঞ্জ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রেলী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রেলীটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুটবল খেলোয়াড় কৃষ্ণা রাণী, আকলিমা, সানজিদা, রামিম,  কোচ মিঠুন চন্দ্র শীল, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাসুদ আহম্মেদ খান, জাতীয় দলের সাবেক খোলোয়াড় আব্দুল হালিম, প্রেস ক্রাব সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ ফরিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা  তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাছাড়া মাঠটিকে সবসময় খেলা উপযোগী রাখার দাবি জানান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ, ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ, বিভিন্ন খেলোয়াড় বৃন্দ,  বাংলাদেশ প্রেস ক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য সহ স্থানীয় ক্রীড়া প্রেমী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।