Logo

ঈশ্বরদীতে পদ্মার পানিতে তলিয়ে যাচ্ছে অনেক গ্রাম!

অনিন্দ্য বাংলা
বুধবার, জুলাই ১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে হু হু করে বাড়ছে পানি। ইতিমধ্যে উপজেলার লক্ষীকুন্ডা ও সাঁড়া ইউনিয়নের নদী তীরবর্তী কয়েকটি গ্রাম তলিয়ে গেছে পানিতে । বুধবার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৩ দশমিক ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে পানি।

পাবনার পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, পদ্মা নদীতে বিপদসীমার পরিমাপ ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। বুধবার এখানে পানির প্রবাহ ১১ দশমিক ৭০ সেন্টিমিটার পরিমাপ করা হয়েছে। তিনি আরও জানান, পদ্মার পানি বাড়তে থাকায় ইতিমধ্যে নদী তীরে বেশ কয়েক স্থানে ভাঙনও দেখা দিয়েছে।

লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ জানান, নদীর পানি বাড়ছে। তবে এখনও বন্যা ভয়াবহ আকার ধারণ করেনি। ইতিমধ্যে ঈশ্বরদীর সাঁড়া, পাকশী, লক্ষীকুন্ডা এলাকার চরাঞ্চল তলিয়ে গেলে।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামের বাসিন্দাদের জন্য পর্যাপ্ত ত্রান ও সহযোগিতা প্রদানের প্রস্তুতি রাখা হয়েছে।