Logo

উলিপুরে ৫ পরিবারের ঘরসহ মালামাল পুড়ে ছাই

অনিন্দ্য বাংলা
সোমবার, জুলাই ৬, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি পরিবারের ৮টি টিনসেড ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটে রবিবার মধ্যরাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের গনকপাড়া গ্রামে।

এ ঘটনায় একটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, ওই গ্রামের বাসিন্দা শাহ জালালের ঘর থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশী বদদরুল আলমসহ আরো কয়েকজনের বাড়িতে আগুন লেগে ৮টি টিনের ঘর, ৩টি গরু, ধান, চাল, হাঁস-মুরগিসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে,সোমবার উলিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও কিছু পরিধেয় বস্ত্র বিতরণ করেন।