Logo

এক মাসে নির্যাতনের শিকার ২৪৫ নারী-শিশু

রিংকন মন্ডল রিংকু
রবিবার, এপ্রিল ২১, ২০২৪
  • শেয়ার করুন

চলতি বছরের মার্চ মাসে কন্যাশিশু ও নারীসহ ২৪৫ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ১২১ জন্য কন্যাশিশু ও ১২৪ নারী।

সোমবার (১ এপ্রিল) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ প্রকাশিত এক তালিকায় এ তথ্য পাওয়া যায়। তালিকায় সই করেন সংস্থাটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মালেকা বানু। ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তালিকা করে সংগঠনটি।

সংগঠনটি জানায়, ২০২৪ সালের মার্চ মাসে মোট ২৪৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ৪১ জন মেয়েশিশু ও ১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৫ জন। দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া শিশুসহ সাতজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

অপরদিকে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১২ জন। ১০ জন হয়েছেন উত্ত্যক্ত শিকার। বিভিন্ন কারণে ৩৪ মেয়েশিশু ও নারীকে হত্যা করা হয়েছে। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে চারটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে তিনজন। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ছয়জন, এরমধ্যে তিনজনকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৭ জন নারী, এরমধ্যে চারজন মেয়েশিশু রয়েছে।