Logo

এতিমখানার শিক্ষার্থীদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলো পুলিশ

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকল স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষাণা করেছে সরকার। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। এসব এতিম শিশুদের খাদ্য সামগ্রী সহায়তা দিতে মাঠে নেমেছেন ময়মনসিংহ জেলা পুলিশ।
এই প্রেক্ষিতে ময়মনসিংহের দিঘারকান্দায় আল মানার এতিমখানার ৪৮ জন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।
ময়মনসিংহ সদরের চুরখাই, পাড়াইল, দাপুনিয়া, বয়ড়া, ঢোলাদিয়া ও শম্ভুগঞ্জের বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ ও তার নেতৃত্বাধীন ডিবি পুলিশের টিম এতিমদের  প্রতিজনকে সামগ্রীগুলো হাতে তুলে দেয়া হয়।একইসাথে ছিন্নমূল ভাসমান শ্রেণির জন্য জেলা পুলিশের প্রতিদিনকারের খাদ্য সহায়তা কার্যক্রম চলছে বিভিন্ন পয়েন্টে। তারা গত সাতদিন যাবৎ পাচ্ছেন এ খাবার। সোমবার রাতেও নগরীর স্টেশন এলাকায় অভুক্ত ছিন্নমূল মানুষগুলোকে খাবার তুলে দেন ডিবির ওসি। দেয়া হয়েছে মুরগির খিচুড়ি।এদিকে, মঙ্গলবার সকালে দুই শতাধিক অসহায়, অসুস্থ কুলি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। এ সময় সহায়তা নিতে আসা অনেকেই জানান এখন পর্যন্ত তারা কোনো ধরনের সহায়তা পাননি। এসময় তিনি কুলি শ্রমিকদের বলেন, আপনারা সরকারের আদেশ মেনে চলুন। কেউ অনাহারে থাকবে না।ওসি শাহ কামাল আকন্দ জানান, করোনাভাইরাস শুধু আমাদের দেশে নয়, বিশ্বের প্রতি দেশে প্রতিটি মানুষকে যতটা দূরে ঠেলে দিয়েছে ততটাই কাছে এনেছে একে অন্যের সহায়তায়। সারা বিশ্ব আজ একই আতংকে দিন কাটাচ্ছে। সেই আতংকের প্রভাবে খাদ্য সংকটে পড়া ময়মনসিংহের দরিদ্র মানুষের পাশে থেকে অব্যাহত সহায়তা করে যাচ্ছে জেলা পুলিশ।পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ময়মনসিংহের পুলিশ বাহিনী জনগণকে নিরাপত্তা দেয়ার সাথে সাথে সামাজিক দায়িত্বটাও পালন করছে মানবিকভাবেই। নিজেদের ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন সহায়তার নানা কার্যক্রম চলছে।