Logo

করোনায় দুষ্কৃতিকারীদের হাত থেকে নিরাপদ থাকতে ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ ব্যবস্থা

অনিন্দ্য বাংলা
রবিবার, এপ্রিল ১৯, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, করোনা রোগীর তথ্য সংগ্রহ জরুরি সেবার নামে স্বাস্থ্যকর্মীর পিপিই পড়ে কিছু দুষ্কৃতিকারী মানুষের বাড়িতে গিয়ে অপরাধ সংঘটনের সুযোগ নিচ্ছে ।

এমতাবস্থায় সম্মানিত ময়মনসিংহ জেলার নাগরিকগণ কে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে, আপনাদের বাসায় বা বাড়ীতে কোট টীম গেলে কোন অবস্থাতেই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তার কার্যক্রমের বৈধতা সম্পর্কে নিশ্চিত না হয়ে কোনভাবেই গৃহে প্রবেশ করতে দিবেন না ।

এ বিষয়ে সন্দেহ হলে নিকটস্থ থানা কে দ্রুত অবহিত করুন অথবা 999 অথবা ময়মনসিংহ পুলিশ কন্ট্রোল রুম 01768593366 ফোন নম্বরে ফোন করে নিশ্চিত হয়ে নিবেন ।
প্রচারে : জেলা পুলিশ ময়মনসিংহ ।

প্রেস বিজ্ঞপ্ত।।