Logo

করোনায় বগুড়া কৃষি অধিদপ্তরের উপ-পরিচালকের মৃত্যু

অনিন্দ্য বাংলা
রবিবার, জুলাই ৫, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া জেলার উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ আবুল কাশেম আজাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার সকাল সাড়ে ১১টায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. শাহাদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০/১২ দিন আগে আবুল কাশেম আজাদ করোনায় আক্রান্ত হন। তিনি ছুটি নিয়ে ময়মনসিংহে নিজের বাসায় আইসোলেশনে ছিলেন। বাসায় তার শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

আবুল কাশেম আজাদের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। তিনি স্বপরিবারে ময়মনসিংহ জেলায় থাকতেন।