Logo

করোনায় মাফিয়া ডন দাউদের মৃত্যু নিয়ে গুঞ্জন

অনিন্দ্য বাংলা
রবিবার, জুন ৭, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : দাউদ ইব্রাহিমের অসুস্থতা নিয়ে জল্পনা চলছেই। গতকাল দিনভর চর্চা হয়েছিল দাউদ এবং তার স্ত্রী করোনা আক্রান্ত। তাদের দু’জনকে পাকিস্তানের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও প্রচার তুঙ্গে ওঠে। ২৪ ঘণ্টার মধ্যে আজ একইভাবে নতুন চর্চা শুরু হয় দাউদের মৃত্যু নিয়ে। কয়েকটি সংবাদমাধ্যম বিশেষ সূত্রের উল্লেখ করে জানায়, দাউদ করোনা সংক্রমণে মারা গিয়েছে শুক্রবার বিকেলে। তার মৃত্যু ধামাচাপা দিতে নাকি পাকিস্তান প্রশাসন রীতিমতো তৎপর। যদিও পাকিস্তানি মিডিয়া কিংবা ভারতও সরকারিভাবে এরকম কোনও তথ্য জানায়নি। গতকাল দাউদ ইব্রাহিমের ভাই আনিস আইএএনএস সংবাদ সংস্থাকে জানায়, দাউদের করোনা সংক্রমণের রিপোর্ট ভুল। সে জানায়, দাউদ কিংবা তার স্ত্রী অথবা দাউদের বিশ্বস্ত সহকারি ছোটা শাকিল, কেউ করোনায় আক্রান্ত নয়। প্রত্যেকেই নিরাপদে রয়েছে। এবং বাড়িতেই আছে। এরপর আজ সকাল থেকে দাউদের মৃত্যুর খবর নিয়ে ব্যাপক চর্চা হয়। দাউদের মৃত্যু নিয়ে জল্পনা নতুন কিছু নয়। বস্তুত দাউদের মৃত্যু হলেও পাকিস্তান কখনও সরকারিভাবে তা ঘোষণা করবে না। কারণ পাকিস্তান স্বীকার করে না যে, দাউদ করাচির ক্লিফটন এলাকায় রয়েছে। যদিও গতকাল ফোনে ভাই আনিস ইব্রাহিম এই প্রথম স্বীকার করেছে, পাকিস্তানে তাদের পারিবারিক ব্যবসা রয়েছে।