Logo

করোনা আক্রান্তদের চিকিৎসায় ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দিচ্ছেন কন্ঠশিল্পী ন্যান্সি

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক :  করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এবার তিনি করোনা আক্রান্তদের জন্য নিজের ডুপ্লেক্স বাড়ি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। তার বাড়িতে করোনা আক্রান্ত রোগীরা আইসোলেশনে থাকবেন।

ন্যান্সি জানান, নেত্রকোনায় নিজের ডুপ্লেক্স বাড়িটি করোনা রোগী কিংবা যোদ্ধাদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, সে জন্য বাড়িটি জনস্বার্থে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে যদি কারো উপকারে আসে তাহলে সেটিই হবে আমাদের জন্য একটি বড় পাওয়া। কারোনা মহামারী থাকা অবস্থায় যতদিন দরকার ততদিন এই বাড়ি জনস্বার্থে প্রশাসন বা চিকিৎসকরা ব্যবহার করতে পারবেন বলে উ করেন তিনি।

ন্যান্সি বলেন, এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলামের সঙ্গে কথা হয়েছে । শুধু বাড়ি নয়, আমার গাড়িটাও মানবতার সেবায় দিয়ে দিয়েছি। উল্লে­খ্য, নেত্রকোনায় মোট ২৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।