Logo

করোনা প্রতিরোধে গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগ পরিদশর্নে জেলা ময়মনসিংহ প্রশাসক

অনিন্দ্য বাংলা
শনিবার, জুলাই ১১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: “আমাদের গ্রামকে করোনা মহামারী থেকে রক্ষা করতে গ্রাম বাসীকে নিয়ে সর্বদা কাজ কওে যাচ্ছি” গত ২ জুলাই ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান খাগডহর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে করোনা প্রতিরোধ ও দরিদ্রদের মাঝে ত্রান কার্যক্রম পরিদর্শন করতে গেলে কল্যাণপুর গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম এ কথা বলেন।
এ সময় খাগডহর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নু, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ময়মনসিংহ এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার ম্যানেজার রাজ্ ুউইলিয়াম রোজারিও, তৃণমুল এনজিওর নির্বাহী পরিচালক মোঃ ফারুক আহমেদ, ইউপি সদস্য মূর্তজা আলীও গ্রাম উন্নয়ন কমিটির নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। এখানে উল্লেখ্য যে গত ২৭ জানুয়ারী মাসে ‘‘২০২০ সাল মুজিববর্ষ” এবং ‘‘আমার গ্রাম আমার শহর” মুল সুরকে কেন্দ্র করে একটি নিরাপদ, শিশুবান্ধব ও সমৃদ্ধ আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে ও গ্রামের উন্নয়ন কার্র্যক্রমকে সমন্বিত ও ত্বরান্বিত করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ময়মনসিংহ এরিয়া প্রোগ্রাম এর মধ্যস্থতায় গ্রাম উন্নয়ন কমিটির ও ময়মনসিংহ জেলা প্রশাসনের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। মুলত এই সমঝোতা স্বারকের অগ্রগতি ও করোনা প্রতিরোধ কার্যক্রমে গ্রাম উন্নয়ন কমিটির সম্পৃক্তটা সম্পর্কে জানতে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান হঠাৎ করে কল্যণপুর গ্রাম পরিদর্শনে যান। কল্যাণপুর গ্রাম উন্নয়ন কমিটি নেতা নেত্রীরা জেলা প্রশাসককে সাদওে আমন্ত্রণ জানান এবং তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তারা তাকে জানান যে, করোনা শুরুর প্রথম দিকেই গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা সম্ভাব্য করোনার ঝুঁকি, চ্যালেঞ্জ, সমাধান এবং সম্ভাব্য তা চিহ্নিত করে এবং সেই অনুযায়ী তাদের গ্রামকে করোনা থেকে রক্ষা করার জন্য সরকারী নির্দেশনাগুলো অনুসরণ করে যৌথ পরিকল্পনা করেছিল। তারা গ্রামবাসীকে সচেতন করার জন্য বিভিন্ন ধরণের সচেতনতামূলক বার্তা যেমন, ঘন ঘন হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা, সামাজিক দুরত্ব বজায় রাখা, লকডাউনের সময় বাড়ীতে থাকা ইত্যাদি সম্পর্কে সচেতন করে তোলেন এবং সচেতনতামূলক বিভিন্ন পোস্টার, প্রচার প্রচারনা পত্র বিতরণসহ নানা উদ্ভুদ্ধমূলক কার্যক্রম পরিচালনা করেন। গ্রাম যুবকদের নিয়ে ১০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক দল গঠন করা হয় যারা সামাজিক দূরত্ব, হাত ধোয়া ও মাস্ক পরিধানের ব্যাপারটি নিশ্চিত করছে। মসজিদের ইমামসাহেব প্রতিদিন নামাজের জন্য স্বাস্থ্য সুরক্ষার বার্তাগুলো দিচ্ছেন। গত মার্চ মাসেই গ্রামে অস্থায়ী লকডাউন তৈরি করা হয়েছে। গ্রামে বহিরাগতদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তাছাড়া এই কমিটি ১৫০টি গ্রামের অতি দরিদ্র পরিবারকে নিজেদের উদ্যোগে ও অর্থায়নে এককালীন খাদ্য সামগ্রী, সুরক্ষা সামগ্রী যেমন: মাস্ক ও সাবান দিয়ে সহায়তা করেছে। এছাড়াও ওয়ার্ল্ড ভিশনের প্রদত্ত বিভিন্ন সহযোগিতায় উপকারভোগী নির্বাচন ও বিতরণ কার্যক্রমে সহায়তা করা হয়েছে। জেলা প্রশাসক গ্রাম উন্নয়ন কমিটির সমস্ত উপস্থাপনা মনোযোগ দিয়ে শুনেন ও উমুক্ত আলোচনায় অংশ নিয়েছেন। তারপর তাদের কাজ স্বচক্ষ্যে দেখার জন্য তিনি গ্রামের মসজিদ, রাস্তা, বাজার ও কিছু বাড়ী পরিদর্শন করেন। তাদের কাজগুলো দেখে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং এই ভালো কাজ গুলো চালিয়ে যেতে অনুরোধ করেন। কল্যাণপুর গ্রামকে তিনি একটি আদর্শ গ্রাম হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন এবং এভাবে অন্যান্য গ্রামগুলো যেন করোনা প্রতিরোধ ও গ্রাম উন্নয়নে এগিয়ে আসে সে আহবান জানান। গ্রাম বাসীরাও জেলা প্রশাসকের আগমনে অত্যন্ত আনন্দিত হন এবং তারা তাদের কাজ গুলো চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করেন।