Logo

করোনা ভাইরাস থেকে নগরবাসীকে নিরাপদ রাখার জন্য মসিক মেয়র ইকরামুল হক টিটু ‘র বিশেষ আহবান

অনিন্দ্য বাংলা
শনিবার, মার্চ ২১, ২০২০
  • শেয়ার করুন

প্রিয় ময়মনসিংহবাসী

করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে হলে অবশ্যই স্বাস্থ্য বিভাগ থেকে যে সকল নির্দেশনা প্রদান করা হয়েছে তা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং বিশেষ করে নিম্নলিখিত কয়েকটি বিষয়গুলোর উপরে বিশেষ গুরুত্ব দেয়া অত্যন্ত প্রয়োজন।

০১) প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া।
০২) কোলাকুলি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।
০৩) করমর্দন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে।
০৪) সর্দি কাশি থাকলে লোকজনের সংস্পর্শ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এমনকি পরিবারের সদস্যদের জন্য অনুরূপ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
০৫) প্রয়োজনে ঘর থেকে বের হলে জনবহুল এলাকা এড়িয়ে চলতে হবে।
০৬) ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং পরিধেয় বস্ত্র নিয়মিত ধৌত করতে হবে।
০৭) ঘনঘন সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে অথবা পানির স্বল্পতা থাকলে জীবাণুনাশক হিসেবে স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে।

আসুন নিজে ভাল থাকি, অন্যকে ভাল রাখি, সর্বোপরি দেশের প্রত্যেকটি মানুষকে নিরাপদ রাখতে সহযোগিতা করি। মহান আল্লাহ পাক আমাদের প্রতি সহায় হোন।
সরকারের পক্ষ থেকে দেশকে করোনা মুক্ত রাখার লক্ষ্যে যে সকল নির্দেশনা প্রদান করা হয়েছে, সেগুলো যথাযথভাবে পালন করার লক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে, আপনাদের সকলের সহযোগিতা কাম্য।

ইকরামুল হক টিটু 
মেয়র
ময়মনসিংহ সিটি কর্পোরেশন