Logo

করোনা ভাইরাস সংক্রমণে নাজেহাল দুনিয়া, এবার কী ভয় দেখাচ্ছে প্রিয় খাদ্য ‘চিকেন’

অনিন্দ্য বাংলা
রবিবার, মে ৩১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: করোনার চেয়েও ভয়াবহ মারণ আঘাত হানবে! পোলট্রির চিকেন থেকে সাবধান! সতর্কতা জারি বিজ্ঞানীদের
করোনা ভাইরাস সংক্রমণ নিয়েই নাভিঃশ্বাস তার মধ্যেই আরও এক মারণ ভাইরাস আক্রণের আতঙ্কের কথা শোনালেন বিজ্ঞানীরা ৷ পোলট্রিতে যে মুরগীদের থেকে পালন হয়ে এই ভাইরাস সেখান থেকে ছড়াবে এবং এর জেরে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা শেষ হয়ে যাবে ৷
মার্কিন নিউট্রিশানিস্ট ডক্টর মাইকেল গ্রেগার জানিয়েছেন, পোলট্রির থেকে যে ভাইরাস ছড়াবে তা করোনা ভাইরাসের থেকেও মানবজাতির কাছে ভয়ের হবে ৷ বিজ্ঞানীদের ধারণা প্রাথমিকভাবে কোভিড ১৯ বাদুড়দের থেকে ছড়িয়েছে ৷ যারা জেরে এখনও অবধি সারা পৃথিবীতে ৩৬৪,০০০ জন মারা গিয়েছেন ৷ সারা পৃথিবীতে এই নতুন ধরণের মারণ সংক্রমণ ছড়িয়ে পড়েছে ৷