ঢাকা প্রতিনিধি : করোনা সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেশের পৌনে ৭ কোটি মানুষ ত্রাণ পেলেও ঢাকার উত্তর বাড্ডায় না খেয়ে আছেন শতাধিক মানুষ। উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা একটি ভিডিও পোস্ট দিয়ে সবাইকে শেয়ার দেয়ার আহবান জানিয়েছেন।
https://www.facebook.com/monika.angil/videos
https://www.facebook.com/monika.angil/videos/689649145145384/?t=3
https://www.facebook.com/monika.angil/videos/689649145145384/
মতামত লিখুন :