Logo

কর্মহীন অসহায় কুলি শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন ময়মনসিংহ পুলিশ সুপার

অনিন্দ্য বাংলা
বুধবার, এপ্রিল ৮, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক :  করোনা সংকটে কর্মহীন শ্রমজীবীদের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান। গত মঙ্গলবার  দুই শতাধিক শ্রমজীবী কুলিদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশ সুপার । জেলা পুলিশ জনিয়েছেন, করোনা সংকটের স্থবির সময়ে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন শ্রমজীবী গোষ্ঠির তালিকা তৈরি করে প্রতিদিনই তাদেরকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। আজ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে  কমর্হীন কুলি শ্রমিকদেরকে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ ও সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসব অসহায়, অসুস্থ, কাজহীন কুলিদের তালিকা তৈরী করে স্লিপ বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে তালিকাভুক্ত দুই শতাধিক  কুলি শ্রমিকদের মাঝে খাদ্য বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। এসময় পুলিশ সুপার করোনা প্রতিরোধে কুলি শ্রমিকদের ঘরে থাকার আহবান জানান এবং বলেন, সরকার সবসময় অসহায়দের পাশে আছে, সংকটে কেউ না খেয়ে থাকবেন না, আসুন আমরা সবাই সচেতন হই, করোনা প্রতিরোধ করি।