অনিন্দ্যবাংলা ডেস্ক: সিলেটে সীমান্ত নদী সারীর পর লোভার পানি বাড়ার পাশাপাশি বাড়ছে সুরমা নদীর পানিও। সীমান্ত থেকে এসে লোভা নদী কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে মিলিত হয়েছে। কানাইঘাট পয়েন্টে সুরমার পানি ফের বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট শহর পয়েন্টে পানি সোমবার সকাল থেকে বাড়ছে।
সোমবার সকাল ও দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডেইলি ওয়াটার লেভেল ডেটা থেকে এ তথ্য জানিয়েছেন পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার। তিনি জানিয়েছেন, সীমান্তের ওপারে ভারী বৃষ্টি হওয়ায় সীমান্ত নদীর পানি বাড়ছে।
প্রায় এক সপ্তাহের পর্যবেক্ষণ অনুযায়ী সিলেট অঞ্চলের দুই প্রধান নদী সুরমা ও কুশিয়ারার পানি ধীরে ধীরে কমছিল। পাশাপাশি বড় দুটো নদীর সঙ্গে সংযুক্ত অন্য নদ-নদীর পানিও কমছিল। রোববার হঠাৎ করে সারী নদীর পানি বাড়তে থাকে। সোমবার থেকে অপর সীমান্ত নদী লোভার পানিও বাড়ছে।
পাউবো জানায়, সারী নদীর সারীঘাট পয়েন্টে পানি পরিমাপ করা হয়। সোমবার দুপুর ১২টায় সারীঘাটে সারী নদীর পানি ১১ দশমিক ৪৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৯টায় ১১ দশমিক ৪১, সকাল ৬টায় ১১ দশমিক ৩৫ ও রোববার সন্ধ্যায় ১১ দশমিক ১২ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। সারীঘাটে পানির বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার।
সারীর সঙ্গে সিলেটের অপর সীমান্ত নদী লোভার পানিও বাড়ছে। রোববার সন্ধ্যায় ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার থেকে বেড়ে ১৪ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল ৬টায় ও ৯টায় লোভার পানি প্রবাহিত হচ্ছিল যথাক্রমে ১৩ দশমিক ৮২ ও ১৩ দশমিক ৯৫ সেন্টিমিটার দিয়ে।
লোভার পানি বাড়ায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বেড়েছে। ভারতের মেঘালয় থেকে কানাইঘাটের লোভাছড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে লোভা নদী। এটি কানাইঘাটে সুরমা নদীর সঙ্গে মিলিত হয়েছে। পাউবো জানায়, লোভা-সুরমার মিলনস্থলকে একটি পয়েন্টে চিহ্নিত করে পানিপ্রবাহ পরিমাপ করা হয়। কানাইঘাটে সুরমার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে তিন দফা পরিমাপে দেখা গেছে, সেখানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার সন্ধ্যায় সেখানে ১২ দশমিক ৬৭ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। পানি বেড়ে সোমবার সকাল ৯টায় ১২ দশমিক ৭৩ সেন্টিমিটারে গিয়ে দাঁড়ায়। বিপৎসীমা অতিক্রম করে দুপুর ১২টার পরিমাপে। এ সময় সুরমার পানি ১২ দশমিক ৭৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সুরমা নদীর একটি অংশে পানি বাড়ায় অন্যান্য অংশেও পানি বাড়ার আশঙ্কা করছেন পাউবোর নদী পর্যবেক্ষকেরা। সুরমার সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার নিচে নেমেছিল। সোমবার সকাল থেকে সেখানে পানি বাড়ছে। সকাল ৬টায় ১০ দশমিক ৩০ সেন্টিমিটার থেকে বেড়ে ১০ দশমিক ৩৪ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি।
সিলেটের অপর নদী কুশিয়ারার চারটি পয়েন্টে পানি কমছিল। এ নদীর চারটি পয়েন্টের মধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়া ফেঞ্চুগঞ্জ পয়েন্টে সোমবার দুপুরে ৯ দশমিক ৯২ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
মতামত লিখুন :