Logo

ঘুষ ও দুর্নীতির প্রমাণ দিলে ৫০ হাজার টাকা পুরস্কার!

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, জুন ২, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ঘুষ ও দুর্নীতির প্রমাণ দিলে ৫০ হাজার টাকা পুরস্কার এমন সততার সাহসী উচ্চারণ করলেন ময়মনসিংহের বিদায়ী বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান।

০১ জুন,সোমবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এন,ডি,সি এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী কমিশনার তার বক্তব্যে বলেন ১০ মাস পূর্বে তিনি এ বিভাগে যোগদান করেন।
তখন তিনি সুধী ও সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন, তিনি ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিবেন। তিনি তাই করেছেন। বিগত ১০ মাস তিনি ঘুষ ও দুর্নীতির উর্ধ্বে থেকে কাজ করেছেন।

ঘুষ/তদবির ছাড়াই ১৭ জন চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়োগ দিয়েছেন।

তিনি বলেন, তিনি জ্ঞানত কারো প্রতি কোন অন্যায় করেননি এবং সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন।

কেউ তার বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির প্রমান দিতে পারলে নগদ ৫০০০০ (পঞ্চাশ হাজার) টাকা পুরস্কারের ঘোষনাও দেন তিনি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সিটি কর্পোরেশনের মেয়র,নব যোগদানকৃত বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ।