Logo

নারী নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা : ময়মনসিংহ জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জ এর নারীকে বিবস্ত্র ও নির্যাতনের ঘটনায় মানব বন্ধন হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রথমে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুর এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটি উপদেষ্টা অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাসিমা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যাপক দিলরুবা শারমীন, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, আব্দুল মোতালেব লাল, মতিউর রহমান ফয়সাল, সাংবাদিক নিয়ামুল কবীর সজল, বাবলী আকন্দ, স্বাবলম্বী উন্নয়ন সমিতি কো অর্ডিনেটর মনোয়ারুল ইসলাম সেলিম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক সৈয়দা সেলিমা আজাদ, মহিলা কাউন্সিলর কাউসার ই জান্নাত, বাংলার মুখের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান মুকুলসহ সাধারণ নাগরিক৷
পরে বাম গণতান্ত্রিক জোট একই স্থানে মানববন্ধন করে৷  বক্তারা সকল নির্যাতনের দ্রুত তদন্ত ও দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন৷