Logo

ট্রেনে নারীদের জন্য কামরা বরাদ্দে হাইকোর্টের রুল

অনিন্দ্য বাংলা
বুধবার, মার্চ ১০, ২০২১
  • শেয়ার করুন

যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য আইন অনুসারে নির্দিষ্ট (সংরক্ষিত) কামরা বরাদ্দ রাখার এবং শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য আসন বরাদ্দ দেওয়ার কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (১০ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস. এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন। তিনিই রুল জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মমতাজ পারভীন ১৩ জানুয়ারি এ রিট দায়ের করেন।

রিট দায়েরের পর আইনজীবী মো. আজমল হোসেন জানান, দ্য রেলওয়েজ অ্যাক্ট ১৮৯০ সনের আইনের ৬৪ ধারায় প্রত্যেক যাত্রীবাহী ট্রেনে নারীদের জন্য একটি আলাদা কামরা সংরক্ষণ করার কথা আছে। আর ওই কামরায় বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানার কথা বলা আছে ১১৯ ধারায়।

কিন্তু এটা বাস্তবায়ন করা হয়নি। তাই ওইসব ধারা বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

রিটে রেলসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাব্যবস্থাপক ও রেলওয়ে পরিদর্শককে বিবাদী করা হয়েছে।