Logo

তারাকান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১২জন 

অনিন্দ্যবাংলা
সোমবার, এপ্রিল ২৭, ২০২০
  • শেয়ার করুন

তারাকান্দা প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পারুলীতলা গ্রামে তুচ্ছ  ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, ফিসারীতে হাঁস নেমে মাছের পোনা খেয়ে ফেলার অভিযোগে বীরমুক্তিযোদ্ধা চাঁন মিয়া ফকিরের সাথে এবাদুল ফকিরের কথা কাটাকাটি হয়, তা নিয়ে গতকাল তর্কবিতর্ক হলে বিষয়টি  মিমাংসা করে দেন উপস্থিত স্থানীয় লোকজন।
আজ দুপুরবেলা এ নিয়ে আবারো তর্কবিতর্ক লাগলে, উভয় পরিবারের লোকজন  তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়ে।  এতে সংঘর্ষে উভয় পক্ষের বেশ ক’জন আহত হয়। পুলিশ খবর পেয়ে দু’পক্ষের ৪জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
১২ জনের মধ্য গুরুতর আহত ৬জনকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  শেষ খবর পাওয়া পর্যন্ত উভয়পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়।