Logo

তাহিরপুরে নৌকা ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

অনিন্দ্য বাংলা
রবিবার, জুলাই ১৯, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্কঃ সুনামগঞ্জের তাহিরপুরে হঠাৎ দমকা হাওয়ার কবলে পড়ে নৌকা ডুবে এক চা বিক্রেতা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ চা বিক্রেতার নাম মো. তৌফিক মিয়া (৩০)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে।

শনিবার রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের পাটলাই নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্দ গ্রামের সামছুল হকের ছেলে মাঝি সাজিলক বালিয়াঘাট নতুন বাজার থেকে ১৮ জন যাত্রী নিয়ে ছোট একটি কাঠের নৌকা দিয়ে খলিশাজুড়ি ও নালেরবন্দ গ্রামের উদ্দেশেযাত্রা করে। এক পর্যায়ে পথিমধ্যে পাটলাই নদীর মধ্য স্থানে হঠাৎ দমকা হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় যাত্রীদের চিৎকার শুনে বালিয়াঘাট নতুন বাজার থেকে লোকজন গিয়ে ১৭ জনকে উদ্ধার করলেও তৌফিক মিয়া নামে একজনকে খুঁজে পায়নি। রাত ১১টা পর্যন্ত স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার কাজ চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ ক্যাশ ইনচার্জ এএসআই আবু মুছা।

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান এ বিষয়ে বলেন, রাত ৯টার দিকে পাটলাই নদীতে একটি নৌকা ডুবে একজন নিখোঁজ হওয়ার সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।