Logo

দুর্গাপুরে জমি বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ৮

অনিন্দ্য বাংলা
রবিবার, মে ৩, ২০২০
  • শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার বিকেলে সংঘর্ষে আবদুল হাকিম (১৬) নিহত এবং উভয়পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। নিহত কিশোর ওই গ্রামের নিজাম উদ্দিন খার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের সাংসা গ্রামের আজমত খাঁর সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের নাজিম উদ্দিন খাঁর জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মামলা মোকাদ্দমা চলে আসছে। এ নিয়ে আরও কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রাম্য সালিশে এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার সালিশে সূরাহা হলে বেশী দূর ঠিকেনি। এরই জের ধরে রোববার বিকেলে আজমত খাঁর সাথে নাজিম উদ্দিন খাঁ ছেলের সাথে বাকবিতন্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাজিম উদ্দিন খঁর ছেলে আবদুল হাকিম আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হান্নান খাঁ (১৬), মোফাজ্জাল খাঁ (২৮), মিজান খাঁ(৪০), সুলতান খাঁ (৪০), আজমত খাঁ (৪৬), সাহাব উদ্দিন (৪৫) আবদুর রহমানকে (৩৮) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া এবং এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।