Logo

নান্দাইলে অবশেষে প্রশাসনের সহায়তায় যুবকের লাশ দাফন

অনিন্দ্য বাংলা
সোমবার, এপ্রিল ১৩, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক :  করোনাভাইরােন আক্রান্ত সন্দেহে এক যুবকের লাশ দাফনে রাজি হননি গ্রামবাসী। গ্রামবাসীর প্রডন্ড বাঁধার মুখে সারারাত বাড়িতে লাশ রেখে অবশেষে প্রশাসনের সহায়তায় দাফন করা হয়েছে। ময়মনসিংহ নান্দাইলের মোয়াজ্জেমপুর গ্রামে ১১ এপ্রিল শনিবার  ঘটেছে এই ঘটনা।

সুত্র জানায়, উপজেলার মোয়াজ্জেমপুর মইশাল পাড়ার মো. ইদ্রিস আলীর ছেলে মো.শাহ আলম (২৮) তিন বছর ধরে কুমিল্লার বুড়িচং উপজেলার একটি দুধ উৎপাদন কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শনিবার মারা যান শাহ আলম। সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে এলে।  এলাকার লোকজন শনিবার রাতে লাশ দাফনে বাধা দেন। পরে  প্রশাসনের সহযোগিতায় রবিবার সকালে লাশ দাফন করা হয়েছে।

নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজন বলেন, ‘দাফনের বিষয়টি নিয়ে কিছুটা ঝামেলা হলেও কর্মস্থলে খোঁজ নিয়ে মৃত্যুর কারণ নিশ্চিত হয়েছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে লোকজনকে সাথে নিয়ে লাশ দাফন করা হয়েছে।’