Logo

নান্দাইলে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

অনিন্দ্য বাংলা
সোমবার, জুলাই ৬, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

রোববার গভীর রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের মেরেঙ্গা বাজারের কাছে চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোরিকশাচালক হানিফ মিয়া (২৮), যাত্রী আরিফ মিয়া (২৭) ও নয়ন মিয়া (৫৫)। নয়ন মিয়া কেন্দুয়া উপজেলার সাদাতপুর গ্রামের রমজান আলীর ছেলে। চালক হানিফ মিয়া নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে। আরিফ মিয়া একই গ্রামের রেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়,হানিফ রোববার রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের গাইটাল বাসস্ট্যান্ড থেকে তার সিএনজিচালিত অটোরিকশায় দুইজন যাত্রী নিয়ে নান্দাইল সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে নান্দাইল উপজেলার মেরেঙ্গা বাজারের কাছে এলে গরুবোঝাই দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তার অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই হানিফ ও আরিফের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় নয়নকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে তারও মৃত্যু হয়।

নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।