Logo

নান্দাইলে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

অনিন্দ্য বাংলা
বৃহস্পতিবার, মে ১৪, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক : ময়মনসিংহের নান্দাইল সাইলধরা বাজারে দুই গ্রুপের সংঘর্ষে  শহীদ (৪০) নামের একজন নিহত হয়েছেন । সরকারি খাস জমি এবং দোকান ঘর স্থাপন নিয়ে বিরোধের জের ধরে ঘটেছে এ ঘটনা ।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে । তাৎক্ষণিক খবর পেয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকীর নেতৃত্বে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক এবং বিপুল সংখ্যক দেশীয় উদ্ধার করেছে ।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স নিয়ে পরিদর্শনে যাই । সেখানকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । ৫ জনকে আটক করা হয়েছে । আটকদের বাড়িতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র রামদা, কিরিচ, বল্লম , চাকু উদ্ধার করা হয়েছে ।

স্থানীয় আওয়ামী লীগ নেতা হাতেম আলী জানান,তাৎক্ষণিক এডিশনাল এসপি ও থানা পুলিশ না আসলে কয়েকটি খুনের মতো ঘটনা ঘটে যেত । পুলিশের তৎপরতার কারণে রক্ষা পায় একাধিক প্রাণ।

ওসি মুনসুর আহমেদ জানান, দুই গ্রুপের মধ্যে মারামারি সংক্রান্ত ৪টি মামলা রয়েছে।