Logo

নান্দাইলে বল্লমের আঘাতে স্কুলছাত্রী নিহত, আটক ৩

অনিন্দ্য বাংলা
শনিবার, জুলাই ৪, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চাচাতো ভাইয়ের বল্লমের আঘাতে ইতি আক্তার (১৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

শনিবার জমির সীমানা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনক আটক করেছে।

ইতি উপজেলার বনাটি বাজুপাড়া গ্রামের শাহেদ ভূইয়ার মেয়ে। সে কাশীনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

এলাকাবাসী জানায়, শুক্রবার ইতির বাবার সঙ্গে তার চাচাত ভাই লাল মিয়ার ছেলে রিপনের জমির আইল কাটা নিয়ে ঝগড়া হয়। এলাকাবাসী বিষয়টি মীমাংসা করে দেন। শনিবার ইতির বাবা রিপনের বাড়ির কাছে তাদের বীজতলায় বীজধান বপন করতে যান। এসময় রিপন তার ভাইদের নিয়ে কেন তাদের নামে শালিস করেছে তার কৈফিয়ত চান। এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটকিাটির এক পর্যায়ে সংর্ঘষ বাঁধে। খবর পেয়ে ইতি সেখানে গেলে প্রতিপক্ষের বল্লম গলায় বিঁধে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, খবর পেয়ে অভিযুক্ত রিপনের মা জামেনা বেগম, বোন নাজমা আক্তার ও চাচা চাঁন মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।