Logo

নেত্রকোনার জেলা প্রশাসক স্ব-স্ত্রীক করোনায় আক্রান্ত

অনিন্দ্যবাংলা
সোমবার, মার্চ ২২, ২০২১
  • শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও তার স্ত্রী কাজি সুমান্না আখতার করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের দুইজনকে শনিবার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও তার সহধর্মনি কাজি সুমান্না আখতার শারীরিকভাবে অসুস্থ্য বোধ করলে শনিবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে করেনা পরীক্ষা করান। তাদের দু’জনের করোনা টেস্টে পজেটিভ ধরা পড়ে। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। জেলায় শনিবার কোভিড-১৯ এর স্যম্পল টেস্ট করা হয়েছে ২৪ জনের। এর মধ্যে ৩ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। শনাক্ত হওয়া তিনজনসহ এ পর্যন্ত জেলায় মোট ৮৭৭ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৪ জন। এর মধ্যে ১৬জন মারা গেছেন।

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলা প্রশাসক মহোদয় ও তার স্ত্রী কোভিড-১৯ পজিটিভ হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।