অনিন্দ্যবাংলা ডেস্ক: নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় পানিতে ডুবে রাতিন নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে গিয়ে সে মারা যায়। শিশুটি উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরের পানিতে রাতিন পড়ে গেলে বাড়ির লোকজন খোঁজ পেয়ে উদ্ধার করে। দ্রুত তারা স্থানীয় হাসপাতালে নিলে সেখান থেকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মতামত লিখুন :