Logo

নেত্রকোনায় বধ্যভূমিতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

অনিন্দ্য বাংলা
শনিবার, ডিসেম্বর ১২, ২০২০
  • শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনা জেলা শহরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে পাটপট্রি ব্রিজ সংলগ্ন মগড়া নদীর তীরে স্বাধীনতা যুদ্ধে
শহীদদের স্মৃতি রক্ষার্থে বধ্যভূমিতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদের অর্থায়নে ৮ লক্ষাধিক টাকা ব্যয়ে জেলা শহরের মালনীর পাটপট্রি এলাকায় ওই স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে জেলা পরিষদের
উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রধান
নির্বাহী মোহাম্মদ গোলাম আযম, নেত্রকোনা পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামসুজ্জোহা, সাংবাদিক সমিতি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, জেলা
আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা সামছুন্নাহার
বিউটি, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটন, শতদল শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আলী আসকার খান পাঠান সেন্টু, সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকার
প্রমূখ।