নেত্রকোনা প্রতিনিধি ঃ করোনা ভাইরাসের কারনে কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে নেত্রকোনার আটপাড়া ও জেলা সদরে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। রোববার এ সহায়তা প্রদান করা হয়।
নেত্রকোনা- ৩ আসনের এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের পক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুল কাইয়ুম রোকন রোববার জেলার আটপাড়ার স্বরমশিয়া ইউনিয়নের অভয়পাশা বাজারে ১০০ হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, সাবান, মাস্ক বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুল হক, শাহজাহান কবীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনিন চৌধুরী রেখা প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা বিএনপির আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক একইদিন জেলা সদরের বিভিন্ন গ্রামের শ্রমজীবি মানুষের মাঝে ৫০০শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার পক্ষে দলীয় নেতাকর্মীরা ওই সমস্ত খাদ্য সামগ্রি মানুষের বাড়িতে পৌছে দেয়।
মতামত লিখুন :