Logo

পরমাণু সমঝোতা ইস্যুতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্রকে দায়ী করল চীন

অনিন্দ্য বাংলা
বুধবার, জুলাই ১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: চীন বলেছে ২০১৫ সালে সই হওয়া ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াটাই হচ্ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও উত্তেজনা সৃষ্টির মূল কারণ। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন গতকাল মঙ্গলবার এ মন্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে দায়ী করলো।

পরমাণু সমঝোতা সংক্রান্ত ২২৩১‌ নম্বর প্রস্তাব ইরান কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করছে তার পর্যালোচনা করার জন্য এক অনলাইন বৈঠকে চীনা প্রতিনিধি এ বক্তব্য দেন। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু সমঝোতার বাস্তবায়ন হচ্ছে পরমাণু মুক্ত মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া পরমাণু সমঝোতাকে একটি বহুপক্ষীয় চুক্তি হিসেবে উল্লেখ করে চীনের স্থায়ী প্রতিনিধি বলেন, এই সমঝোতার একটি পরিপূর্ণ আইনগত ভিত্তি রয়েছে এবং এটি পুরোপুরি বাস্তবায়ন হতে হবে। ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞাসহ সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। এছাড়া, ২২৩১ নম্বর প্রস্তাব অনুসারে কাজ করতে হবে।