Logo

পাটের ট্রাক এ আগুন!

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
  • শেয়ার করুন

সলংগা থানা প্রতিনিধি:সিরাজগঞ্জ এর সলংগা থানার সাহেবগঞ্জ বাজারে পাটের গুদাম থেকে ট্রাক এ লোড দেয়ার পর ট্রাকটি একটু এগিয়ে আসার পর হঠাৎ বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ হইলে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সাথে সাথে স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেস্টা চালিয়ে যায় এমতাবস্থায় স্থানীয় রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটি তে থাকা ৯০%পাট পুড়ে গেছে এবং ফায়ার সার্ভিসের চেস্টায় ট্রাক টি অক্ষত অবস্থায় রাখার চেস্টা করা হয় । মঙ্গলবার (২৩এপ্রিল) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।এলাকাবাসী জানান, বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। রায়গঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।