রোববার আনসার বাহিনীতে ৩৯৭ সদস্য ও ফায়ার সার্ভিসে ১২৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশ বাহিনীতে আক্রান্তদের মধ্যে ডিএমপিতে আছেন ১ হাজার ৮২৮ জন সদস্য। গতকাল পর্যন্ত সারাদেশে ৬ হাজার ৪৫১ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে ছিলেন। এখন পর্যন্ত আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) আছেন ২ হাজার ৭ জন। গতকাল পর্যন্ত দুই হাজার ৭৬৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত যে ১৭ জন পুলিশ সদস্য মারা গেছেন, তাদের মধ্যে ডিএমপিরই নয়জন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-গণমাধ্যম ও জনসংযোগ) সোহেল রানা গতকাল বলেন, চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া বাংলাদেশ পুলিশের ২ হাজার ৭৬৭ জন সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকেই জনগণের সেবায় নিযুক্ত হয়ে আবারও কাজে যোগ দিয়েছেন।
করোনায় আক্রান্তদের মধ্যে আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) বাহিনীতে রাজধানীতে ৩১০ ও দেশের বিভিন্ন জেলায় ৮৭ জন রয়েছেন। গতকাল পর্যন্ত ২০৪ জন আনসার সদস্য সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত বাহিনীতে একজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আক্রান্তদের মধ্যে ৩৪ জন হোম–কোয়ারেন্টিন ও ৯৬ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। আনসার ও ভিডিপির উপপরিচালক (যোগাযোগ ও গণসংযোগ) মেহেনাজ তাবাসসুম গতকাল বলেন, আনসার বাহিনীর সুস্থতার হার ৫২ শতাংশ। সুস্থ হওয়া বাহিনীর সদস্যরা সবাই কাজে ফিরেছেন।
এ দিকে গতকাল ফায়ার সার্ভিসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিসে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন। ফায়ার সার্ভিসের ৯ জন কর্মকর্তা হোম কোয়ারেন্টিন ও ৮৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৩২ জন কর্মকর্তা-কর্মচারী সুস্থ হয়েছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান বলেন, সুস্থ হয়ে ওঠা ৩২ জনই কাজে যোগ দিয়েছেন।
মতামত লিখুন :