Logo

প্রেম–ভালোবাসা ছাড়া নাটক!!

অনিন্দ্য বাংলা
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
  • শেয়ার করুন

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। সংগীতশিল্পী বালাম, খাইরুল বাসার, প্রীতম হাসান, নিলয়দের ফেসবুক পোস্টে সেই ঘটনাগুলোই প্রকাশ পায়। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

গতকাল প্রকাশ পেয়েছে বালাম ও কোনালের গাওয়া রাজকুমার সিনেমার টাইটেল গান। সিনেমাটির পোস্টার ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে বালাম লিখেছেন, ‘ভক্তদের অনেক অনেক ভালোবাসা। অভিনন্দন “রাজকুমার” টিম।’

‘জ্বলে জ্বলে জ্বলে মোমবাতি, হ্যাপি বার্থডে/ গলে যেতে যেতে কত রাগ/ জমা হয়ে যায়/ অবশেষে সিগারেট, তুমি আমি সব্বাই/ পুড়ে যেতে হবে যেন তাই/ হ্যালো হ্যালো হ্যালো গুডবাই’—অঞ্জন দত্তের গানের লাইনগুলো ফেসবুকে পোস্ট করে ছবিটি পোস্ট করেছেন অভিনেতা খাইরুল বাসার।

সর্বশেষ শাকিব খানকে নিয়ে পরিচালক এস এ হক অলিক নির্মাণ করেছিলেন ‘গলুই’। এবার নতুন সিনেমা নিয়ে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘খুব ইচ্ছে করছে আগামীকাল থেকেই নতুন সিনেমার কাজ শুরু করতে। দুর্দান্ত প্রেমের ছবি।’ জানা যায়, শিগগিরই তিনি সিনেমার শুটিং করতে যাচ্ছেন।

‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মের পর এবার নতুন কী কাজ করছেন, সেটা অবশ্য জানাননি গায়ক ও অভিনেতা প্রীতম হাসান। তবে নতুন লুক প্রকাশ করেছেন ফেসবুকে। সেটা কিসের, তা–ও লিখেননি। শুধু লিখেছেন, ‘অসমাপ্ত গল্প শেষ করার সময়।’

সম্প্রতি মুক্তি পেয়েছে নিলয় আলমগীর ও জান্নাতুল হিমি অভিনীত নাটক ‘মামার বাড়ি’। গল্পে দেখা যাবে, ভাইয়ের কাছ থেকে বোনের সম্পদে বুঝে নিতে গিয়ে নানার রকম জটিলতা তৈরি হয়। ভক্তদের কাছে নিলয় সেই নাটক নিয়ে জানতে চেয়েছেন, ‘কেমন লাগল আপনাদের।’ সেখানে এক ভক্ত লিখেছেন, ‘এই প্রথম প্রেম–ভালোবাসা ছাড়া এত সুন্দর একটা নাটক দেখলাম। অসাধারণ নাটক।’