Logo

ফুলপুরে করোনায় ক্ষতিগ্রস্থ ৫৫০ পরিবার পেলো জেলা পরিষদের ত্রাণ সহায়তা

অনিন্দ্য বাংলা
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২০
  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ফুলপুরে করোনা সংকটে ক্ষতিগ্রস্ত অসহায় ও কর্মহীন ৫৫০টি পরিবারের কাছে ত্রাণ সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক।

ফুলপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেকের আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মমতাজ উদ্দিন মন্তা, ফুলপুর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য আসমাউল হুসনা শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি রাসেল আল মামুন প্রমুখ।

ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়নের ৫০ জন ইউপি সদস্যের মাধ্যমে এই ত্রাণের অর্থ পৌছে দেয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য ৩শ টাকা করে মোট ১,৬৫,০০০ টাকা বিতরণ করা হয়।