Logo

বাবুল হোসেন-ই হলেন ময়মনসিংহ প্রেসক্লাব সম্পাদক

অনিন্দ্য বাংলা
শনিবার, জানুয়ারি ২, ২০২১
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলাঃ  সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বাবুল হোসেন-ই হলেন ময়মনসিংহ প্রেসক্লাব সম্পাদক। ১ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হয়েছে  ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচনে দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্যানেল দুটোর মুখ্য ভুমিকায় ছিলেন বাবুল হোসেন ও অমিত রায়। হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে। তবে শেষ পর্যন্ত জিত হয়েছে বাবুল হোসেনের।
প্যানেলে নির্বচিত অন্যরা হলো সহ সভাপতি এ জেড ইমাম উদ্দিন মুক্তা (বাসস ও বাংলাদেশ বেতার) ও ড. মো. নূরুল্লাহ, কোষাধ্যক্ষ নিয়ামুল কবীর সজল (দৈনিক কালের কন্ঠ), যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম (নয়া দিগন্ত ও মাই টিভি), ক্রীড়া সম্পাদক শরীফুজ্জামান টিটু (দৈনিক সংবাদ ও মাছরাঙ্গা টিভি), সাহিত্য সংস্কৃতি সম্পাদক মো. আমিনুল ইসলাম ( দি ডেইলী স্টার ), প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশিদ( সময় টিভি), নাট্য ও প্রমোদ সম্পাদক মো. শাহজাহান ( দৈনিক স্বজন ), সদস্য পদে ডা. কে আর ইসলাম, মীর গোলাম মোস্তফা, জাহাঙ্গীর কবীর জুয়েল ( দৈনিক সময়ের আলো ), শেখ মহিউদ্দিন আহাম্মদ ( চ্যানেল আই ও দৈনিক ইত্তেফাক) , এম এ মতিন ( সম্পাদক নিউ টাইমস), আতাউল করিম খোকন ( দৈনিক যুগান্তর) ও অ্যাডভোকেট মোজাম্মেল হক।
সাধারণ সম্পাদক পদে বাবুল হোসেন পেয়েছেন ৪০ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বি অমিত রায় ( দৈনিক যুগান্তর ও বাংলাভিশন টিভি) পেয়েছেন ৩৫ ভোট।
উল্লেখ্য, পদাধিকার বলে প্রেসক্লাব সভাপতি ময়মনসিংহ জেলা প্রশাসক।