Logo

বৃহত্তর ময়মনসিংহে আরো ১৬ জনের করোনা সনাক্ত, ১ জনের মৃত্যু

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্কঃ ময়মনসিংহ বিভাগে নতুন করে আরো ১৬ জনের শরীরে কোভিড ১৯ ভাইরাস সনাক্ত করা হয়েছে, আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মেহেদি হাসান রনি (২০) নামে এক যুবক মারা গেছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন মশিউল আলম জানান, সোমবার দুপুরে মেহেদী হাসান রনি নামে এক যুবক নিজ বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা গেলে স্বাস্থ্য বিভাগতার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য ল্যাবে পাঠায়। পরীক্ষায় তার করোনা পজিটিভ হয়।

রনি গাজীপুর জেলার জৈনা বাজার এলাকায় ব্যবসা করতেন। তিনি এক সপ্তাহ আগে নিজ বাড়িতে ফেরেন।

এদিকে ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় নতুন করে আরো ১৬ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ২ জন ও ত্রিশালে ১ জন, শেরপুর জেলায় ৭ জন, নেত্রকোনায় ৫ জন এবং জামালপুর জেলায় ১ জন রয়েছে। ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাবে সোমবার দুই দফায় ১৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ওই ১৬ জনের করোনা পজিটিভ হয়।