Logo

ভালুকায় প্রাইভেটকার-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুই সহোদরের মৃত্যু

অনিন্দ্য বাংলা
সোমবার, জুলাই ৬, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার-কাভার্ডভ্যান সংঘর্ষে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় তেপান্তর হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

একটি কাভারভ্যান ইউটার্ন নেয়ার সময় ঢাকাগামী প্রাইভেটকার সাথে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০)। তারা জামালপুরের ইসলামপুর এলাকার কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদের ছেলে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই হাদিউল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।