ভালুকায় বাজার মনিটরিং অব্যাহত
অনিন্দ্যবাংলা
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২০
অনিন্দ্যবাংলা ডেস্ক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে স্থিতিশীল ও অসাধু ব্যবসায়ীদের প্রতিরোধ করতে ভালুকার বিভিন্ন স্থানে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২০) সকালে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা ভালুকা সিডস্টোর, মাস্টারবাড়ি বাজারসহ বিভিন্ন বাজার পরিদর্শন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় সিডস্টোর বাজারের দুই জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০,০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
বাজার পরিদর্শনকালে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সকল ব্যবসায়ীর প্রতি উদাত্ত আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন।
মতামত লিখুন :