Logo

ময়মনসিংহে নারীকে কুপিয়ে হত্যা

অনিন্দ্য বাংলা
সোমবার, এপ্রিল ২২, ২০২৪
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা: ময়মনসিংহের নান্দাইলে নাজমা আক্তার (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারি আনি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া  এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানা গেছে, নিহত নাজমা আক্তার ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। তিনি চার সন্তানের মা।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া করেন নাজমা। খাওয়া শেষে রাত ১০টার দিকে পান কিনতে বের হন তিনি। তবে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন।

কিছুক্ষণ পরে বাড়ি থেকে কিছুটা দূরে ধানক্ষেতে কোনো এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে রয়েছে বলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নাজমার পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।