Logo

মসিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ২.৫৬ একর ভূমি উদ্ধার

অনিন্দ্য বাংলা
সোমবার, নভেম্বর ৯, ২০২০
  • শেয়ার করুন

অনিন্দ্যবাংলা ডেস্ক:  ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) আকুয়া মৌজায় মসিকের দুই একর ৫৬ শতাংশ ভূমি উদ্ধার করেছে মোবাইল কোর্ট। মসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব-উল-আহসানের নেতৃত্বে ৯ নভেম্বর সকালে এই মোবাইলকোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান (সিনিয়র সহকারি সচিব), প্রধান সম্পত্তি কমকর্তা মোঃ আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী জহুরুর হক, সহকারি সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, নগর পারিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্ট্যাট অফিসার সিদ্দিকুর রহমান, স্বাস্থ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বদ আলীসহ একদল পুলিশ ও মসিকের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

সহকারি সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর জানান, অধুনালুপ্ত ময়মনসিংহ পৌরসভার নিজস্ব ক্রয়কৃত জমিতে অবৈধভাবে গড়ে তুলে ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা বিদ্যালয়। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদি হয়ে আদালতে একটি মামলা করলে মামলটি খারিজ করে দেন আদালত।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আইন উপদেষ্টা অ্যাডভোকেট ছাইফুল ইসলাম জানান, আকুয়া মৌজার খতিয়ান নং এসএ ০৪, দাগনং ৫২৪৩ এর দুই একর ৫৬ শতাংশ জমি সিটি কর্পোরেশনের। এই জমিতে ডাঃ মুশফিকুর রহমান শুভ বালিকা বিদ্যালয় নামে একটি বিদ্যালয় গড়ে উঠে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদি হয়ে সদর সিনিয়র সহকারি জজ আদালতে ৪৬১/২০১৭ অন্যপ্রকার মোকাদ্দমা দায়ের করে। পরে ধোবাউড়া সহকারি জজ আদালতে বিচারের জন্য মামলাটি প্রেরিত হয়। ওই আদালতে ৯৪/২০১৯ অন্য প্রকার মোকাদ্দমাটি গত ০১/১১/২০২০ ইং বিচারক খারিজ করে দেন। সেই আলোকে ৯ নভেম্বর অবৈধ দখলদার উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করে মসিক।