Logo

মুজিব জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নান্দাইলে ২৪ ফুটে’র বিশাল ঘুড়ি

অনিন্দ্য বাংলা
মঙ্গলবার, জুন ২, ২০২০
  • শেয়ার করুন

নীহার বকুল: দেশব্যাপী চলমান করোনার দুর্যোগের ফলে সবাই সবার নিজ নিজ এলাকায় অবস্থান নিয়েছেন। তার ব্যতিক্রম নয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাপুর গ্রাম। এলাকার সকল বয়সী মানুষ যখন কর্মহীন হয়ে গ্রামের মধ্যেই অবস্থান নিয়েছেন, এলাকার মাঠ ঘাট যখন ফাঁকা, সব বয়সী মানুষ তখন ঘুড়ি উড়ানোতে ব্যস্ত হয়ে অলস সময় পার করছেন। আর এই সময়টাতেই মো. মামুন মিয়া উদ্যোগ নেন বঙ্গবন্ধুকে স্মরণ করে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশাল একটা ঘুড়ি বানানোর। তার পরিকল্পনার সাথে যোগ দেন আরও তিনজন। তারা হলেন, নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য এবং নিউমার্কেট থানা যুবলীগ এর সদস্য তারিকুল ইসলাম সজীব, মুজিবপ্রেমী মো. হিরণ মিয়া ও মো. হাকিম মিয়া। মামুনের ডাকে সাড়া দিয়ে তারা সবাই মিলে ঘুড়িটি প্রস্তুত করেন।

এ ব্যাপারে মো. মামুন বলেন, দেখুন বর্তমানে আমরা সবাই নিজেদের বাড়িতে অবস্থান করছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী । আমরা বঙ্গবন্ধুকে ভালেবেসেই, স্মরণ করেই এই ঘুড়িটি তৈরি করেছি। আমরা বঙ্গবন্ধুকেই এই ঘুড়িটি উৎসর্গ করছি। যেন দেশের প্রতিটা মানুষ বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের জীবন গড়ে তুলে।

তথ্যসূত্র : শাহরিয়ার নাসের