অনিন্দ্যবাংলা ডেস্ক: রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেডিকেল কলেজের এক ছাত্রী ও তাঁর এক দিন বয়সী নবজাতকের মৃত্যু হয়েছে। এই ছাত্রীর নাম ডা. শেফা ইসলাম তুলি (২৬)। তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের পঞ্চম বর্ষের ছাত্রী ছিলেন।
গতকাল সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন শেফা।
এই মৃত্যুর খবরে সারা দেশের চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে শনিবার শেফার এক দিন বয়সী নবজাতক সন্তানও কোভিড-১৯ রোগে মারা যায়।
শেফা ইসলামের সহপাঠী নাফিসা তাহসীন তরি গণমাধ্যমকে বলেন, ‘গত ২৪ জুলাই দুপুরে স্কয়ার হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন শেফা ইসলাম তুলি। সে সময় শিশুটির অবস্থাও আশঙ্কাজনক ছিল। শিশুটিকে নবজাতক আইসিইউতে (এনআইসিইউ) ভেনটিলেশনে রাখা হয়েছিল। গতপরশু রাত ১০টার দিকে শিশুটি মারা গেছে। আর গতকাল শেফা ইসলাম মারা গেল।’
মতামত লিখুন :