Logo

মোহনগঞ্জে নারী সংঘর্ষ, আহত ২

অনিন্দ্য বাংলা
সোমবার, মে ৪, ২০২০
  • শেয়ার করুন

মোহনগঞ্জ  প্রতিনিধি:  মোহনগঞ্জে করোনার অজুহাতে ধারের টাকা পরিশোধ না করায়, টাকা নিয়ে দুই পক্ষের নারীদের মাঝে তুমুল সংঘর্ষ হয়েছে। এতে দুই নারী মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতরা হলেন, জেসমিন (৪৫) ও শাহাজাদী (১৯)। বর্তমানে তারা মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন।

মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ফাগুয়া গ্রামে শনিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জেসমিনের ছেলে রুবেল মোহনগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, জেসমিন অনেক দিন আগে টাকা ধার দিয়েছিলেন একই গ্রামের কাজলা আক্তার । ইতিপূর্বে কিছু টাকা জেসমিন ফেরত দিয়েছেন কিন্তু সমুদয় টাকা পরিশোধ করেননি। সম্প্রতি কাজলা আক্তার জেসমিনের কাছে পাওনা টাকা দাবী করলে, জেসমিন টালবাহানা করে কাল ক্ষেপন করতে থাকেন। আজ সোমবার সকালে কাজলা আক্তার জেসমিনের বাড়ীতে টাকা  চাইতে গেলে কাজলা আক্তার করোনা সঙ্কট দেখিয়ে বাকি টাকা পরিশোধ করবে না বলে জানায় । এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডতা শেষে তুমুল সংঘর্ষ বাধে। সংঘর্ষে জেসমিন  ও শাহজাদী নামে দুজন মারাত্মকভাবে আহত হন

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।